পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে আইডিয়াল স্কুলে
এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে মতিঝিল আইডিয়াল স্কুলে। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২ হাজার ৬৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৪৯ জন। এবারে পাসের হার ৯৭.৯৫ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৫৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ তথ্য জানান স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস।
বিজ্ঞাপন
এর আগে গত বছর এসএসসিতে এ প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৪১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছিল ২ হাজার ৪০১ জন। পাসের হার ছিল ৯৯ দশমিক ৫৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৯৫৬ জন। অর্থাৎ প্রতিষ্ঠানটির ৮০ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। আর ফেল করেছিল ১০ জন।
এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। সে তুলনায় ২০২৫ সালে পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ।
ফল প্রকাশ উপলক্ষ্যে এবার কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, গোঁজামিল ও বাহুল্য এড়িয়ে, স্বচ্ছতায় গুরুত্ব দিয়েই ফলাফল প্রকাশ করা হয়েছে।
ওএফএ/এসএম