চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। রেজাল্ট পেয়েই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা।

ফল প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা স্কুলের ভেতর ও বাইরের রাস্তায় আনন্দ ভাগাভাগি করছেন। শিক্ষার্থীরা শিক্ষকদের মিষ্টি মুখ করাচ্ছেন। কেউ কেউ এ ক্ষণকে স্মরণীয় করে রাখতে তুলছেন সেলফি, কেউ একে অপরকে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই আনন্দ ভাগ করে নিতে অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন। 

উদয়ন স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহিয়া তাহসিন বলেন, “মনে একটু ভয় ছিল সরকার পরিবর্তনের কারণে ফলাফলে কোনো সমস্যা হবে কিনা। তবে প্রত্যাশিত রেজাল্ট, জিপিএ-৫ পেয়েছি, আলহামদুলিল্লাহ।’ তিনি জানান, পরবর্তী সময়ে হলিক্রস কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে।

তাহিয়ার মা দিপ্তি আসমা বলেন, “আলহামদুলিল্লাহ, আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। একটা মায়ের জন্য এর থেকে খুশির আর কিছু হতে পারে না। মেয়ের ইচ্ছা মেডিকেলে পড়বে। তার ফলাফলে আমরা খুব খুশি।”

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আশরাফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, “আমাদের স্কুলে মোট ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। শতভাগ পাস করেছে। ১৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। ৯০ জন পেয়েছে জিপিএ-৪ এবং ৭ জন জিপিএ-৩। দ্বিতীয়বারের মতো এবারও আমরা শতভাগ পাসের ধারা ধরে রাখতে পেরেছি।”

তিনি আরও জানান, ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২২৬ জন অংশ নেয়, যাদের মধ্যে ১৭৩ জন পেয়েছে জিপিএ-৫। আর বাণিজ্য বিভাগে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

এসএআর/এসএম