সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় আজ দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২০ হাজার ৬২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। একইসঙ্গে নকল ও অসদুপায় অবলম্বন করে বহিষ্কার হয়েছেন আটজন শিক্ষার্থী ও একজন পরিদর্শক (শিক্ষক)। 

রোববার (২০ জুলাই) সারাদেশের বোর্ডগুলোর পাঠানো তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সংশ্লিষ্টরা জানান, আজ রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, আল ফিকহ এবং ফিন্যান্সিয়াল কাস্টমার সার্ভিসেস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার। এর মধ্যে অংশ নিয়েছেন ৮ লাখ ৯ হাজার ৯২২ জন। অনুপস্থিত ছিল ২০ হাজার ৬২২ জন।

বোর্ডওয়ারি অনুপস্থিতির পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮ হাজার ৭৮৪ জন, অংশ নেয় ২ লাখ ৫ হাজার ২৭ জন। অনুপস্থিত ৩ হাজার ৭৫৭ জন। রাজশাহীতে অনুপস্থিত ছিল ২ হাজার ৯৯ জন, কুমিল্লায় ২ হাজার ৪৫৪ জন, যশোরে ১ হাজার ৮০২ জন, চট্টগ্রামে ১ হাজার ১২৩ জন, সিলেটে ৯৭৩ জন, বরিশালে ১ হাজার ১৮২ জন, দিনাজপুরে ১ হাজার ৩৯৯ জন, ময়মনসিংহে ১ হাজার ৩৩ জন।

এছাড়া মাদ্রাসা বোর্ডে ‘আল ফিকহ দ্বিতীয় পত্র’ পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৪১৬ জন, অনুপস্থিত ৪ হাজার ৫৭৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নেয় ১১ হাজার ১৬৪ জন, অনুপস্থিত ২২৪ জন।

আর বহিষ্কারের মধ্যে রয়েছে— বরিশাল বোর্ডে ১ পরীক্ষার্থী ও ১ পরিদর্শক, ময়মনসিংহে ১ পরীক্ষার্থী এবং দিনাজপুরে ১ জন পরীক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ডে ৫ জন পরীক্ষার্থী।

এর আগে, গত ২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। যা শেষ হবে আগামী ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

আরএইচটি/জেডএস