জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত
বগুড়ার পরিবর্তে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে ফিরছে মান্দার কলেজগুলো
নওগাঁ জেলার মান্দা উপজেলার কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম আবারও পরিচালিত হবে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীনে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব কলেজকে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হলেও দূরত্ব ও সময় সংক্রান্ত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রাজশাহী কেন্দ্রের অধীনে ফেরার আবেদন জানায়। কলেজগুলোর সুবিধা বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই আবেদন অনুমোদন করেছে।
বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছিল। এর আওতায় রাজশাহী বিভাগের চার জেলা—বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কিছু প্রতিষ্ঠানকে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের অধীনে আনা হয়। তবে এ সিদ্ধান্তে কিছু প্রতিষ্ঠান অসুবিধার সম্মুখীন হয়।
বিজ্ঞাপন
বিশেষ করে, নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ও কলেজগুলো তাদের দূরত্ব ও সময় সংক্রান্ত সীমাবদ্ধতা তুলে ধরে আগের মতো রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীনে ফিরে যাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে। আবেদন যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মান্দা উপজেলার কলেজগুলোকে পুনরায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।
এরইমধ্যে এ বিষয়ে একটি অফিস আদেশেও জারি করা হয়েছে। এতে জানানো হয়, ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে মান্দার কলেজগুলো আগের মতো রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে তাদের সব দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বিজ্ঞাপন
আরএইচটি/জেডএস