২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন, প্রবাসী সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভাবান শিক্ষার্থীরা পাবে বিশেষ কোটা। তাদের জন্য জিপিএর শর্ত শিথিল করা হবে। তবে আবেদন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে সরাসরি (ম্যানুয়ালি)। আর বোর্ড যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র দেখে তাদের ভর্তির অনুমতি দেবে।

সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিশেষ চাহিদা সম্পন্ন, প্রবাসীর সন্তান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উত্তীর্ণ কিংবা খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত—তাদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ম্যানুয়ালি আবেদন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আবেদন যাচাই-বাছাই করে বোর্ড নিজস্ব বিবেচনায় ভর্তির ব্যবস্থা নেবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ-ও শিথিলযোগ্য হবে।

তবে এই বিশেষ সুবিধা কেবল তাদের জন্যই প্রযোজ্য, যারা বোর্ড নির্ধারিত বিশেষ কোটার আওতাভুক্ত বলে প্রমাণিত হবে। এজন্য আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই প্রয়োজনীয় প্রমাণপত্রসহ বোর্ডে সরাসরি (ম্যানুয়ালি) আবেদন করতে হবে।

আরএইচটি/এমএ