উত্তরপত্র মূল্যায়নে গাফিলতি, বোর্ডের সব কাজ থেকে অধ্যক্ষকে অব্যাহতি
ফরিদপুরের নগরকান্দায় অবস্থিত সাজেদা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আত্তাপ হোসেনকে পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। উত্তরপত্র মূল্যায়নে গাফিলতি এবং তথ্য গোপনের অভিযোগে তাকে এ সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, চলতি বছরের পাবলিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য বোর্ডের অনুমোদন নিয়েছিলেন অধ্যক্ষ আত্তাপ হোসেন। কিন্তু প্রক্রিয়ায় অসত্য তথ্য উপস্থাপন করে তিনি উত্তরপত্র সংগ্রহ করেন এবং দায়িত্ব পালনে চরম গাফিলতি করেন। বিষয়টি নীতিমালাবিরোধী হওয়ায় তা তদন্তের পরিপ্রেক্ষিতে বোর্ড ব্যবস্থা নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য গোপন করে উত্তরপত্র গ্রহণ এবং মূল্যায়নে গাফিলতি জনাব আত্তাপ হোসেনের বিরুদ্ধে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। এজন্য তাকে উত্তরপত্র মূল্যায়নসহ বোর্ডের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
বিজ্ঞাপন
অধ্যক্ষ আত্তাপ হোসেনের বিরুদ্ধে নেওয়া এ সিদ্ধান্তের ফরিদপুরের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোতেও পাঠানো হয়েছে।
এর আগে, গত ২৬ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে খাতা মূল্যায়নে গাফিলতি করায় ৮ পরীক্ষককে পাবলিক পরীক্ষাসংক্রান্ত সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
আরএইচটি/এমএ