জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফের যৌথ ওরিয়েন্টেশন ১৮ আগস্ট
জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজ শিক্ষার্থী এবং অধ্যক্ষদের নিয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ ওরিয়েন্টেশন।
১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এতে অংশগ্রহণকারী কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের যথাসময়ে অনলাইনে (জুম অ্যাপস) যুক্ত থাকার অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
নির্দেশনায় বলা হয়, ওরিয়েন্টেশন উপলক্ষ্যে প্রতিটি কলেজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য একটি অস্থায়ী বুথ স্থাপন করতে হবে। বুথ স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ- ভেস্ট, ব্যাকড্রপ ও ব্যানার অনুষ্ঠানের কমপক্ষে একদিন আগে সংশ্লিষ্ট অধ্যক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। ওরিয়েন্টেশনের দিন থেকে দু’দিন কলেজ চলাকালীন সময় বুথটি সক্রিয় থাকবে।
বিজ্ঞাপন
যেসব কলেজে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের (এনইউএসডিএফ) শিক্ষার্থী অ্যাম্বাসেডর রয়েছে, সেসব কলেজে অধ্যক্ষের নেতৃত্বে ওই দুইজন অ্যাম্বাসেডর বুথ পরিচালনার দায়িত্বে থাকবেন। আর যেসব কলেজে এনইউএসডিএফ অ্যাম্বাসেডর নেই, সেসব কলেজের অধ্যক্ষকে দু’জন শিক্ষার্থী অ্যাম্বাসেডর ও একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষের নেতৃত্বে বুথ স্থাপন ও কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে কলেজ অধ্যক্ষদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে- নির্ধারিত কিউআর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া, এনইউএসডিএফ অ্যাম্বাসেডরদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টন, দু’জন শিক্ষার্থী প্রতিনিধির নাম ও যোগাযোগ নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা, অনুষ্ঠান শুরুর তিন-চার দিন আগে শিক্ষার্থীদের অবহিত করা, অনলাইনে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অনলাইন গেম উদ্বোধনের পর বুথে গিয়ে শিক্ষার্থীদের খেলতে উৎসাহ দেওয়া।
আরএইচটি/এনএফ