বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (বিটিইবি) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পরীক্ষার ব্যবহারিক নম্বর (পিএফ নম্বর) অনলাইনে জমা দেওয়ার সময়সীমা দুই দিন বাড়িয়েছে। এই নম্বর ১ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে দেওয়া যাবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই-আগস্ট ২০২৫ মাসে অনুষ্ঠিত পরীক্ষার পিএফ নম্বর এন্ট্রির জন্য ২১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময় নির্ধারিত ছিল। তবে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে নম্বর এন্ট্রি করতে পারেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধে এ সময়সীমা বাড়ানো হয়েছে। সেজন্য অতিরিক্ত ২ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ধিত এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএফ নম্বর এন্ট্রির কাজ শেষ করতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না বলেও জানানো হয়েছে। 

আরএইচটি/এমএন