উচ্চমাধ্যমিকের চলতি শিক্ষাবর্ষের (২০২৫-২৬) একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর)। তবে সুযোগ পেয়েও এবার প্রায় ১ লাখ ১১ হাজার শিক্ষার্থী ভর্তি হয়নি। এদের মধ্যে অনেকেই ভর্তি নিশ্চয়ন করেও কলেজে যায়নি। এমন অবস্থায় তাদের জন্য ৪র্থ ধাপে আরেকটি সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে আগামী রোববার-সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) দিনের কথা চিন্তা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। 

বোর্ড সূত্র জানায়, প্রথম ধাপে ভর্তির জন্য আবেদন করেছিল প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। এদের মধ্যে পর্যায়ক্রমে তিন ধাপে কলেজে ভর্তির প্রক্রিয়া চালু হয়। প্রথম ধাপে প্রায় ৯০ শতাংশ আবেদনকারী নিশ্চয়ন সম্পন্ন করলেও অনেকে শেষ পর্যন্ত ভর্তি হয়নি। দ্বিতীয় ও তৃতীয় ধাপেও একই প্রবণতা দেখা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এখনো ভর্তির বাইরে রয়েছে।

অধ্যাপক রিজাউল হক জানান, আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম শুরু হবে। এদিন বিকেলে একটি নোটিশ প্রকাশ করা হবে, যেখানে ১৩ ও ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সর্বশেষ তথ্য তুলে ধরা হবে। 

আবেদন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীরা রোববার ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) দুই দিন আবেদন করার সুযোগ পাবেন। পরে বুয়েটের প্রযুক্তিগত সহায়তায় আবেদন যাচাই করে চূড়ান্ত ভর্তির প্যানেল তৈরি করতে দু-তিন দিন সময় লাগবে।বর্তমানে পর্যাপ্ত সিট খালি রয়েছে বিভিন্ন কলেজে। ভর্তির জন্য আসন সংকট হবে না।

রিজাউল হক বলেন, যারা আগে নিশ্চয়ন করেছে কিন্তু ভর্তি করেনি, তারাও সুযোগ পাচ্ছে। চূড়ান্তভাবে আবেদন করলে কলেজে ভর্তি নিশ্চিত করা যাবে।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের ভর্তি ও সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। এরপর গতকাল ছিল ভর্তি কার্যক্রমের চূড়ান্ত দিন। এ বছরও সম্পূর্ণ অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করতে পেরেছিলেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ভর্তির নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি সাত শতাংশ আসন সংরক্ষিত ছিল। সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বরের ভিত্তিতে মেধাক্রম ঠিক করা হয়েছে। আর নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

আরএইচটি/এআইএস