আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুকে নিরাপদ এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিশেষ নির্দেশনা দিয়েছে।

এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিশ্চিত করা, টিকা গ্রহণে উৎসাহিত করা, বিদ্যালয়ভিত্তিক সচেতনতা কার্যক্রম চালানো এবং স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউট ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা নির্দেশনায় বলা হয়েছে, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা পাবে। যারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে। যেসব শিক্ষার্থীর বয়স ১৫ বছরের বেশি কিন্তু তারা প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং যাদের ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ আছে, তারাও টিকা পাবে। এজন্য সংশ্লিষ্ট জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যা স্কুল ই-মেইল থেকে vaxepi@mis.dghs.gov.bd-এ পাঠাতে হবে অথবা স্বাস্থ্য সহকারীকে দিতে হবে। অনুমোদন হলে শিক্ষার্থীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকার কার্ড ডাউনলোড করতে পারবে।

বিজ্ঞপ্তিতে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রধান শিক্ষকদের নির্দেশনা দিতে বলা হয়েছে যাতে তারা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তাদের সহযোগিতা করেন এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়ান। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ নিজ ক্লাস্টারের স্কুলগুলোতে কার্যক্রমের তত্ত্বাবধান করবেন। প্রধান শিক্ষকগণকে নিশ্চিত করতে হবে যে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশ নেন এবং শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা নেওয়ার দিন শিক্ষার্থীদের খালি পেটে না এসে সকালের নাস্তা খেয়ে আসতে হবে। টিকা নেওয়ার পর অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে থাকতে হবে। টিকা দেওয়ার স্থানে হালকা ব্যথা, লালচে ভাব, অল্প জ্বর, ক্লান্তি বা মাথাব্যথা হতে পারে, তবে এসব সাময়িক এবং দ্রুত সেরে যায়।

আরএইচটি/এআইএস