শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সব স্নাতক (সম্মান) কলেজের শিক্ষকদের জন্য তিন দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের আয়োজন করেছে। এটুআই ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে শুধুমাত্র স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করতে হবে অনলাইনে, যা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এতে বলা হয়েছে, আবেদন করার আগে স্ব স্ব কলেজের অধ্যক্ষের অনুমতি নিতে হবে। শুধুমাত্র স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন, খণ্ডকালীন বা অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের আবেদন গ্রহণ করা হবে না। সার্ভার বা নেটওয়ার্ক জটিলতা এড়াতে যত দ্রুত সম্ভব আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়ার নির্দেশনায় বলা হয়েছে, ইতোমধ্যে যারা টিচার্স ট্রেইনিং ইনফরমেশন সিস্টেমে (টিটিআইএস) আইডি তৈরি করেছেন, তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ট্রেনিং মেন্যুর টিটিআইএস ডাটাবেজে লগইন করে সাবমেন্যুর মাধ্যমে আবেদন জমা দিতে হবে। একই সঙ্গে এপ্লিকেশন পেজে দেওয়া গুগল ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। গুগল ফর্ম ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।

এতে আরও জানানো হয়েছে, যেসব শিক্ষকের একাডেমিক তথ্য টিটিআইএস প্রোফাইলে হালনাগাদ নেই, তাদের দ্রুত তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একাধিক টিটিআইএস আইডি তৈরি করা যাবে না, করলে উভয় আইডি ব্লক হয়ে যাবে।

এছাড়া, বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) এবং শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। 

আরএইচটি/এমজে