জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হবে।

পরীক্ষার সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর (শুক্রবার) প্রথম দিনে অনুষ্ঠিত হবে ‘Communication Theories’ (পত্র কোড: ৬১৪৬০১)। এরপর ২১ অক্টোবর (মঙ্গলবার) হবে ‘Advanced Reporting’ (৬১৪৬০৩), ২৪ অক্টোবর (শুক্রবার) ‘Advanced Editing’ (৬১৪৬০৫), ২৮ অক্টোবর (মঙ্গলবার) ‘Communication Research Methodology’ (৬১৪৬০৭), ৩১ অক্টোবর (শুক্রবার) ‘New Media and Fact Checking’ (৬১৪৬০৯), ৪ নভেম্বর (মঙ্গলবার) ‘Media, Gender, Society and Culture’ (৬১৪৬১১), ৭ নভেম্বর (শুক্রবার) ‘Mobile Journalism’ (৬১৪৬১৩), এবং সর্বশেষ ১১ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ‘Media Economics and Management’ (৬১৪৬১৫) ও ‘Environment and Climate Change Journalism’ (৬১৪৬১৯)।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা পরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নিজেদের কলেজ বা প্রতিষ্ঠানের মাধ্যমে এ-সংক্রান্ত সময়সূচি জেনে নিতে হবে। পরীক্ষা শুরুর ৩-৪ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে পরীক্ষা শুরুর আগে তা সংশোধন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না।

একইসঙ্গে প্রতিটি পরীক্ষার্থীকে কেন্দ্র ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫২৫ টাকা (৭৫ শতাংশ) রোল বিবরণীর একটি কপিসহ পরীক্ষা শুরুর দুই-তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এবারের গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে মোহাম্মদপুরের নুরজাহান রোডে অবস্থিত ঢাকা স্টেট কলেজকে। এর আওতায় থাকবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (ঢাকা)। কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন ঢাকা স্টেট কলেজের অধ্যক্ষ এবং সুপারভাইজিং অফিসার থাকবেন ঢাকা জেলা প্রশাসক।

আরএইচটি/এমএন