‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার চেক বিতরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জারি করা এ নির্দেশনায় আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস, জেলা শিক্ষা কর্মকর্তা এবং তাদের প্রতিনিধিদের চেক গ্রহণ ও হস্তান্তরের বিস্তারিত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চেকগুলো অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজেট), কক্ষ নং ৫২৪, ১ম ব্লক, শিক্ষা ভবন, ঢাকা থেকে গ্রহণ করার সাত (৭) কর্মদিবসের সময়সীমা রয়েছে। এরপর, পাঁচ (৫) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিস এবং অন্যান্য কর্মকর্তাদের কাছে চেক হস্তান্তর সম্পন্ন করতে হবে।

এছাড়া চেক গ্রহণ ও হস্তান্তরের সময় রেভিনিউ স্ট্যাম্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

আরএইচটি/এআইএস