কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ৭ অক্টোবর
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রি-ভোকেশনাল শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি ও পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা (হার্ড কপি) প্রিন্ট করা যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক/ইবতেদায়ী/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ, মাদ্রাসা কিংবা কারিগরি ধারায় সপ্তম শ্রেণি শেষ করা শিক্ষার্থীরা ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে পারবে। তবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রেজিস্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থীপ্রতি মোট ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি ২০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা।
এসব টাকা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একত্রে জমা দিতে হবে।
একইসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন ডাটা এন্ট্রি শেষে চূড়ান্ত সাবমিট করার আগে ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে সঠিকতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের এ কার্যক্রমে যুক্ত না করার নির্দেশও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
এছাড়া প্রতিষ্ঠানগুলোর ২০২৪-২৫ অর্থবছরের অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরএইচটি/এমএসএ