বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেছেন, ব্লেন্ডেড লার্নিং তরুণ প্রজন্মকে একসঙ্গে অ্যাকাডেমিক জ্ঞান ও ব্যাবহারিক দক্ষতায় সমৃদ্ধ করবে। এই শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের শেখাকে শুধু বই বা শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ রাখবে না, বরং বাস্তব জীবনের প্রয়োগ ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে তাদের যুক্ত করবে।

সোমবার (৬ অক্টোবর) ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে মিশ্র শিক্ষণ পদ্ধতি’ শীর্ষক আন্তর্জাতিক পরামর্শ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুরু থেকেই আজীবন শিক্ষা ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষা–ব্যবস্থা গড়ে তোলা, যেখানে বয়স, পেশা বা স্থান কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এই আন্তর্জাতিক পরামর্শ সভা সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বিওইউর অবস্থানকে আরও সুসংহত করবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, ভারতের চেন্নাইয়ে ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বাউবি উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম অংশ নিয়েছেন।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেইনিং অ্যান্ড রিসার্চ, চেন্নাই এবং কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া। এতে ১২টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন, যেখানে আধুনিক ও শিল্প–সংযুক্ত ব্লেন্ডেড শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা হবে।

এছাড়া, এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন উপাচার্যের দায়িত্ব পালন করবেন এবং প্রো–উপাচার্য (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌস কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে। 

আরএইচটি/এআইএস