মাউশির মহাপরিচালক খুঁজছে শিক্ষামন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ–১ শাখার উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে কৃতিত্বের প্রমাণ থাকা আবশ্যক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মূলত, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ দপ্তর মাউশি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। সারা দেশে এই দপ্তরের ৯টি আঞ্চলিক কার্যালয় রয়েছে, আর এসব আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে রয়েছে জেলা শিক্ষা অফিসগুলো। বর্তমানে অধিদপ্তরটির মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।
এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
আরএইচটি/এমএসএ