বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বেতন–ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলীর সই করা চিঠিতে বলা হয়, জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষক–কর্মচারীদের তদন্ত চলমান থাকলেও তাদের অনেকের বেতন–ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, তদন্তপূর্বক অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন–ভাতা চালু রাখা প্রয়োজন। তাই তাদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন–ভাতা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি বেতন–ভাতা চালুর ক্ষেত্রে অসহযোগিতা বা বাধা প্রদান করেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হয়। এতে করে অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায়৷ এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সেসব অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বিষয়ে তদন্ত প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরএইচটি/এআইএস