বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান বলেছেন, দেশে ‘ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই’ ব্যবহারে পিছিয়ে আছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতির এ সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক ক্ষেত্রেই কাজ সহজ করছে, তবে একই সঙ্গে চাকরির সুযোগ কমার আশঙ্কাও তৈরি করছে। তাই এই চ্যালেঞ্জ মোকাবিলায় এআইয়ের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) ইউজিসিতে অনুষ্ঠিত ‘জেনারেটিভ এআই ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রফেসর সাইদুর রহমান বলেন, ভাষা, ধর্ম, সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দেশের উপযোগী জেনারেটিভ এআই প্রযুক্তি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এগিয়ে আসতে হবে। এ জন্য উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।

ইউজিসির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করছে। 

আইসিটি বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় এবং আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ইউজিসির আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম। 

এছাড়া জেনারেটিভ এআই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন বিডিরেনের জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন, ম্যানেজার আবু নাসের মো. নাফিউ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রান্ত পাল এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুনম চৌধুরী।

আরএইচটি/বিআরইউ