আর মাত্র কিছু মিনিটের অপেক্ষা
মাস, সপ্তাহ, দিন, ঘণ্টা পেরিয়ে এখন মিনিটের অপেক্ষা। আর মাত্র কয়েক মিনিট। তারপর অপেক্ষার অবসান। সকাল ১০টায় জানা যাবে এইচএসসির ফল।
এর মধ্য দিয়ে শেষ হবে প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের অপেক্ষার পালা।
বিজ্ঞাপন
বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভার, তথ্যপ্রযুক্তি সাপোর্ট টিম ও কল সেন্টারসহ সব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে যেন ফল প্রকাশের পর ওয়েবসাইটে অতিরিক্ত চাপ পড়লেও শিক্ষার্থীরা নির্বিঘ্নে ফল জানতে পারেন। সকাল ১০টার পর থেকেই বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ফল দেখা যাবে। পাশাপাশি প্রতিটি কলেজেও ই-মেইলের মাধ্যমে ফলের কপি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, ফল প্রকাশের সব প্রস্তুতি আমরা শেষ করেছি। সার্ভারে পর্যাপ্ত ব্যাকআপ রাখা হয়েছে, যাতে একসঙ্গে অনেক শিক্ষার্থী প্রবেশ করলেও কোনো সমস্যা না হয়। সকাল ১০টার কিছু পরই সবাই অনায়াসে অনলাইনে ফল দেখতে পারবেন বলে আমরা আশা করছি।
বিজ্ঞাপন
শিক্ষাবোর্ড জানিয়েছে, সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করবে।
অন্যদিকে, গত এসএসসি পরীক্ষার মতো এবারও ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভায় কথা বলেন, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
আরএইচটি/এনএফ