রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি পরীক্ষার ফলে ব্যাপক ভরাডুবি হয়েছে। প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১২৫ জন। এর মধ্যে ২ হাজার ২৯ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১ হাজার ৩৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন ৭৫১ জন শিক্ষার্থী। আর মাত্র ৪ জন শিক্ষার্থী পেয়েছেন সর্বোচ্চ জিপিএ–৫। সবমিলিয়ে পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৭২ শতাংশ। 

বুধবার (১৬ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, কলেজটির ব্যবসায় শিক্ষা বিভাগে সর্বাধিক শিক্ষার্থী পাস করেছেন। এই বিভাগে ৬১৪ জন উত্তীর্ণ এবং ২১৯ জন ফেল করেছেন। একজন পেয়েছেন জিপিএ–৫। মানবিক বিভাগে পাস করেছেন ৪৯৪ জন। ফেল করেছেন ৪৬৩ জন। আর বিজ্ঞান বিভাগে পাস করেছেন ২৬৬ জন। ফেল ৬৯ জন। তিনজন পেয়েছেন জিপিএ–৫।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্র ছিল রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ (ঢাকা–৫৮)।

এর আগে, সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে। এবার ১১টি বোর্ডে গড় পাসের হার পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

আরএইচটি/জেডএস