২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন জমা নেওয়ার সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। 

সোমবার (২০ অক্টোবর) বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২৫ সালের পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ২০২২–২০২৩ এবং ২০২০–২০২৪ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যারা ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি, তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না। এসব শিক্ষার্থী ২০২৫ সালের পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।

এ ছাড়া ২০২১–২০২২ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা, যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখনো এক বিষয়ে অকৃতকার্য রয়েছে (চতুর্থ বিষয় বাদে), তারাও বিশেষ বিবেচনায় এক বছরের জন্য রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। তাদের পরীক্ষাও ২০২৫ সালের পুরাতন সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বোর্ড জানায়, এসব অনিয়মিত বা উন্নয়ন পরীক্ষার্থীদের পূর্বে উত্তীর্ণ বিষয়গুলোর গ্রেড পয়েন্ট (জিপি) সংরক্ষিত থাকবে। ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেওয়া বিষয়ের নতুন জিপি সংযোজন করে তাদের সামগ্রিক জিপিএ নির্ধারণ করা হবে।

জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কেবল ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলেও জিপিএ ৫.০০-এর কম পাওয়া শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে তারা ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ উন্নয়নের সুযোগ পাবে। উন্নত ফল পাওয়া গেলে তা গ্রহণ করা হবে, অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে।

পাঠ্যসূচি ও মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সংক্ষিপ্ত সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। তবে সব শিক্ষার্থীর ক্ষেত্রে ‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা’ এবং ‘ক্যারিয়ার এডুকেশন’ বিষয়গুলোর ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিষ্ঠান থেকে কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। আর ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বরফলক হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে অংশ নেবে, তবে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা পুরোনো (২০২৫ সালের) সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরএইচটি/জেডএস