দারুল ইহসানের সনদধারী শিক্ষকদের তথ্য চেয়ে চিঠির সংশোধনী দিলো মাউশি
দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে সনদধারী নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের তথ্য পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব আঞ্চলিক শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছিল। তবে পরে সংশোধনীতে স্পষ্ট করা হয়েছে, নির্দেশনা শুধুমাত্র নন-এমপিও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক পদে প্রযোজ্য হবে।
অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিনের সই করা এক চিঠিতে বলা হয়, সেপ্টেম্বর-২০২৫ মাসের এমপিও কমিটির সভার সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদধারী শিক্ষকদের তথ্য আগামী ১০ কর্মদিবসের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী জেলার নাম, শিক্ষকের নাম ও পদবি, কর্মস্থল, যোগদানের তারিখ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ ও ক্যাম্পাসের নাম এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো সনদ অর্জনের তথ্য দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা পরবর্তীতে বিষয়টি সংশোধন করেছি। এটি শুধুমাত্র সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদে যারা নিয়োগ পেয়েছেন কিন্তু এখনো এমপিওভুক্ত নন—তাদের জন্যই প্রযোজ্য।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও জানান, চিঠিটি সংশ্লিষ্ট উপপরিচালকের দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
আরএইচটি/এনএফ