গৌরবের ৭৫ বছর পেরিয়ে নতুন স্বপ্নে হলি ক্রস কলেজ
বাংলাদেশের নারী শিক্ষার অন্যতম অগ্রদূত প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ গৌরবময় ৭৫ বছরের পথচলা শেষে পা রাখছে নতুন এক অধ্যায়ে। শিক্ষা, মানবতা ও সেবার আদর্শে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ১ নভেম্বর বর্ণাঢ্য র্যালি ও উৎসবমুখর আয়োজনে উদযাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠার হীরকজয়ন্তী।
তেজগাঁওয়ের কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাসহ অসংখ্য অতিথি; যাদের মিলনমেলায় স্মৃতির আবেশে ভরে উঠবে পুরো ক্যাম্পাস।
বিজ্ঞাপন
বিশেষ দিন উদযাপন উপলক্ষ্যে আগামীকাল সকালে কলেজ প্রাঙ্গণজুড়ে আয়োজিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য র্যালি ও ‘হলি ক্রস দিবস’ উদযাপন অনুষ্ঠান। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে র্যালিটি। যাতে অংশ নেবেন কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অতিথিরা।
মূলত, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হলি ক্রস কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি বাংলাদেশের নারী শিক্ষার এক আলোকিত প্রতীক। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে হাজারো দক্ষ, সৎ ও মানবিক নাগরিক। ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, প্রশাসক—সব পেশাতেই এই কলেজের প্রাক্তনীরা রয়েছেন।
বিজ্ঞাপন
কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা লেটিসিয়া গমেজ বলেন, হলি ক্রস কলেজ শুধু পাঠ্যজ্ঞান দেয় না, বরং মানবিকতা, দায়িত্ববোধ ও সেবার চেতনা শেখায়। এই ৭৫ বছরের উদযাপন আমাদের সেই মূল চেতনাকেই নতুন করে জাগ্রত করবে।
হলি ক্রস কলেজের প্রাক্তন ছাত্রী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহমিনা হাসিন বলেন, এই ক্যাম্পাস শুধু একটি ভবন নয়, এটি আমাদের বেড়ে ওঠার গল্প। প্রতিটি করিডর, প্রতিটি গাছ, প্রতিটি সকাল আমাদের স্মৃতির অংশ। ৭৫ বছর পূর্তি মানে সেই ভালোবাসার পুনরাবিষ্কার।
তিনি আরও বলেন, ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্যাম্পাসে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ফটো কর্নার, প্রদর্শনী এবং মুক্ত আলোচনার আয়োজন।
অন্যদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, গৌরবোজ্জ্বল এই আয়োজনে বক্তব্য রাখবেন হলি ক্রস কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ, হলি ক্রস সিস্টারস সংঘের আঞ্চলিক সমন্বয়কারী (এশিয়া) সিস্টার পুষ্প তেরেজা গমেজ, হলি ক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা লেটিসিয়া গমেজ, ছাত্রী বিষয়ক পরিচালক সিস্টার পলিন গমেজ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহমিনা হাসিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তামারা রহমান আলী।
আরএইচটি/এনএফ