দ্বিতীয় দফায় বাড়ল ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়
ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফরম পূরণের সময়সীমা দ্বিতীয় দফায় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) ড. মো. মহাতাব হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় এই সময় বাড়ানো হয়েছে। সময় আর বাড়ানো হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বর্ধিত সময়সূচি অনুযায়ী, বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ নভেম্বর (বুধবার) এবং অনলাইনে ফরমপূরণের শেষ তারিখ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। তবে বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু থাকবে।
বিজ্ঞাপন
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত মাদরাসা প্রধানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা–২০২৫ আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরএইচটি/জেডএস