বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা ২০২৪ থেকে ছবিসহ প্রবেশপত্র ও স্বতন্ত্র হাজিরা শিট চালু করা হয়েছে। একইসঙ্গে স্বয়ংক্রিয় ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে এরই মধ্যে কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার (৯ নভেম্বর) আইসিটি ইমপ্লিমেন্টেশন মনিটরিং কমিটির (আইআইএমসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পরীক্ষার ফলাফল প্রস্তুত ও যাচাই প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে ‘পরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি (ইএমএস)’ উন্নয়নের কাজ চলছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সব পরীক্ষা-সংক্রান্ত ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে ‘ভূমিকা-ভিত্তিক প্রবেশাধিকার নিয়ন্ত্রণ’ ও ‘এনক্রিপশন-সক্ষম নিরাপত্তা নীতি’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষা কার্যক্রম আরও দক্ষ ও সেবামুখী করতে ‘আইসিটি ইমপ্লিমেন্টেশন টিম’, ‘সাপোর্ট সেল’ ও ‘কল সেন্টার’ গঠনের বিষয়েও এ সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতির কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা পরীক্ষা ব্যবস্থাপনায় সবরকম স্বচ্ছতা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। একইসঙ্গে নতুন কমিটির পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে পরীক্ষা পরিচালনায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন– বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং আইসিটি কনসালট্যান্ট মো. মুমিনুল ইসলাম।

আরএইচটি/বিআরইউ