২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি হিসেবে আগামী ২৩ নভেম্বর বৈঠকের আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। সভাটি ঢাকা শিক্ষা বোর্ডের ৩ নম্বর ভবনের ৬ তলায় অবস্থিত সভাকক্ষে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের স্মারকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সভায় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম, সময়সূচি, পরিচালন ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতিমূলক বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

এছাড়াও সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ ও বিদ্যালয় পরিদর্শক, উপপরিচালক, উপসচিবসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারিপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও অন্য জেলার সরকারি কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন কলেজের শারীরিক শিক্ষা শিক্ষকদের সদস্য হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আরএইচটি/এসএসএইচ