বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে চলমান পদোন্নতি জটিলতা নিরসনে ৮ দফা দাবি উত্থাপন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। একইসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে ৩৫তম ব্যাচ পর্যন্ত পদোন্নতির সরকারি আদেশ জারি করায় ধন্যবাদ জানালেও, ৩৬ ও ৩৭তম ব্যাচের পদোন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়মিত পদোন্নতি না হওয়া, পদ সৃজনের অভাব, ডিপিসি না বসানোসহ মূল সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য জোরালো উদ্যোগের আহ্বান জানানো হয়।

শুক্রবার (২১ নভেম্বর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের এক বিবৃতিতে এসব বিষয়ে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমাদের দাবি ছিল পদোন্নতিযোগ্য ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতির সরকারি আদেশ জারি করা। যেহেতু শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আমাদের বঞ্চনার বিষয়টি জানেন, তাই আমাদের আশা খুব দ্রুতই পদোন্নতিযোগ্য ৩৬ ও ৩৭তম ব্যাচের পদোন্নতির সরকারি আদেশ জারি করার ব্যবস্থা গ্রহণ করবেন।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতি বঞ্চিতদের তালিকা সৃষ্টির পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এর মধ্যে রয়েছে— নিয়মিত পদোন্নতির ব্যবস্থা না করা, পদ আপগ্রেশন ও পদ সৃজন না করা, নিয়মিতভাবে ডিপিসি বসানো না করা, কলেজ জাতীয়করণের তারিখ থেকে ক্যাডারভুক্তির প্রজ্ঞাপন জারি করে মামলার সুযোগ তৈরি করা এবং শিক্ষা ক্যাডারের তফসিলকৃত পদ হারিয়ে যাওয়া।

এসব সমস্যা সমাধানে সংগঠনটির পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি যোগ্য ৩৬তম ও ৩৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য সব কর্মকর্তার পদোন্নতি দেওয়া।

২. শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।

৩. কলেজগুলোর জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপনসমূহ বাতিল করা।

৪. বিধিবহির্ভূত অবৈধ প্রজ্ঞাপন দ্বারা মামলা ও সমস্যা তৈরিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।

৫. নিয়মিতভাবে নির্ধারিত ক্যালেন্ডারে অন্তত বছরে দুইবার পদোন্নতির জন্য ডিপিসি বসানোর ব্যবস্থা গ্রহণ।

৬. দ্রুত সময়ের মধ্যে পদ আপগ্রেশন ও পদ সৃজন করা।

৭. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সমন্বয়ে একটি শক্তিশালী সালিশি কমিটি গঠন।

৮. সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক এবং সহকারী অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক পর্যায়ের পদোন্নতির সরকারি আদেশ জারি।

বিবৃতিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ব্যাচের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধও জানানো হয়েছে।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৭০ কর্মকর্তা পদোন্নতি দেওয়া হয়েছে।

আরএইচটি/এমএন