করোনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান (৫২) মারা গেছেন। শনিবার (৩১ জুলাই) বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা গাজীপুরের চান্দুরা গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
বিজ্ঞাপন
আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
এক শোক বার্তায় উপাচার্য প্রয়াত এ কর্মকর্তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এনএম/এসকেডি