১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল মে মাসে দেওয়া হবে। এ নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এপ্রিলের শুরুতে এ পরীক্ষা শেষ করা হবে। মে মাসের মাঝামাঝি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ’র অধীনে আয়োজিত ১৬তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত বছরের ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন এনটিআরসিএ ভবনে আটটি বোর্ডের মাধ্যমে ৩০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী এপ্রিল মাসের মাসের শুরুতে এ পরীক্ষা শেষ করা হবে। পরবর্তী ৩০ দিনের মধ্যে এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, মৌখিক পরীক্ষা চলছে। আশা করি এপ্রিলের মধ্যে তা শেষ করতে পারব। মৌখিক পরীক্ষা শেষে পরবর্তী ৩০ দিন পর ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের নিবন্ধনের মেধা তালিকায় যুক্ত করা হবে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তারা আবেদনের সুযোগ পাবেন।

এদিকে গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী।

এতে স্কুল-২ পর্যায়ে এক হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন ও কলেজ পর্যায়ে চার হাজার ৫৫ জনসহ সর্বমোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়।

এনএম/ওএফ