বাংলাদেশের সংগীতাঙ্গনে দুরন্ত এক প্রতিভার নাম রায়েফ আল হাসান রাফা। ব্যান্ড কিংবা একক উভয় ক্ষেত্রেই দারুণ ঝলক দেখিয়ে যাচ্ছেন এই গায়ক-সংগীত পরিচালক। কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজের ব্যান্ড ‘অ্যাভোয়েড রাফা’র গিটারিস্টও এই তরুণ। এছাড়া তিনি ড্রামস বাজান দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ক্রিপটিক ফেট’-এ। ‘জয়েন্ট ফ্যামিলি’ এবং ‘সেভিয়ের ডিমেনশা’ নামে আরও দুটি ব্যান্ড আছে তার।

কণ্ঠ কিংবা বাজনা যখন যেটি করেন সেটি দিয়েই শ্রোতাদের মুগ্ধ করে রাখেন রাফা। আর তাই তো তিনি যখন স্টেজে ওঠেন বাঁধভাঙা উল্লাসে মাতেন উপস্থিত দর্শক-শ্রোতারা। প্রতিভাবান এই মিউজিশিয়ান দুই দশক ধরে গান করলেও চলেছেন অনেকটা আওয়াজ কম নীতিতে। তবে কিছু গান নিজস্ব শক্তিতে তাকে নিয়ে এসেছে আলোচনায়, মুখর করেছে শ্রোতার ভালোবাসায়।

রাফার তেমন দুটি গানের কথা না বললেই নয়। একটি হলো ‘অতঃপর’ নাটকে তার নিজের সুরে গাওয়া গান ‘চলো আরেকবার উড়ি’। আরেকটি ‘আমি আকাশ পাঠাব’ নাটকের টাইটেল গান। দুটি গানেরই কথা নাট্য নির্মাতা সাফায়েত মনসুর রানার। প্রকাশের পর থেকে আজ অবধি জনপ্রিয়তা বাড়িয়ে চলছে এই দুই গান। নাটকের গন্ডি পেরিয়ে স্টেজ, বেতার-টেলিভিশন কিংবা আড্ডায় গান দুটি বুনো উল্লাস ছড়ায় তরুণ প্রজন্মের মনে।

এর বাইরেও রাফা কণ্ঠে তুলে নিয়েছেন আরও প্রায় ২০টি গান। সেগুলোও কুড়িয়েছে প্রশংসা। গানে রাফার গায়কীর মতো সমানভাবে চর্চায় থাকে তার সুর এবং গিটার বাজনা।

গত ভালোবাসা দিবসে ‘বুঝে না বুঝে’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন রাফা। মজার বিষয় হলো এই গানের ভিডিওতে দেখানো হয়েছে তার নিজেরই বিবাহিত জীবনের ভিডিও! আর এটিও লুফে নিচ্ছেন তার ভক্তরা-শ্রোতা।

ঢাকা পোস্টকে রাফা বলেন, ‘এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখন তো ভিডিও আকারে গান প্রকাশ করা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই গানটা শোনার পর বন্ধু সাকিব নিলয় আমারই বিয়ের ছবি দিয়ে ভিডিওটি বানিয়ে ফেলে। পরে দেখি বিষয়টি ভালোই দাঁড়িয়েছি। যেহুতু গানটি ভালোবাসার, আর আমারই বিয়ের দৃশ্য এখানে দেখানো হয়েছে তাই ঝটপট ভালোবাসা দিবসেই প্রকাশ করি। এরপর থেকে সবার কাছ থেকে যে ফিডব্যাক পাচ্ছি তা উল্লেখ করার মতো।’

কিছুদিন আগে বাংলা লিংকের উদ্যোগে রবীন্দ্রনাথের ‘আমার পরাণ যাহা চায়’ গানটিকে গিটারে সংগীতায়োজন করেন রাফা। যেখানে তিনি ছাড়াও কণ্ঠ দেন তার সাবেক ব্যান্ড অর্থহীনের গায়ক সুমন। কাজটির জন্য সবার কাছ থেকে তুমুল সাড়া পান এই গায়ক-গিটারিস্ট।

তারই ধারাবাহিকতায় এবার নজরুলের ‘চল চল চল’ গানটিকে গিটারে রেকর্ড করছেন রাফা। যেখানে গিটার বাজাবেন আরও কয়েকজন তরুণ। গানটির কয়েকটি লাইন মূলত এখানে ব্যবহার হবে। যাতে কোরাস কণ্ঠ দেবেন রাফাসহ আরও কয়েকজন। শিগগিরই এটি উন্মুক্ত করা হবে।

অ্যাভোয়েড রাফা

বাংলার রাফার গান ছড়িয়ে গেছে আন্তর্জাতিক একাধিক অ্যাপেও। আর তাই তো সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ করেছে স্পটিফাই ও টিকটক। তাদের ব্যানারেও এবার আসবে রাফার গান। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী।

পাশাপাশি নিজের ব্যান্ড ‘অ্যাভোয়েড রাফা’কে নিয়েও কাজ করে যাচ্ছেন রাফা। নিয়মিত বিভিন্ন স্টেজ মাতানোর পাশাপাশি সুর ‍তুলছেন নতুন গানের।

এক সময় অর্থহীনের সঙ্গে ড্রামস বাজাতেন রাফা। এখন আর ব্যান্ডটির সঙ্গে না থাকলেও ‘ক্রিপটিক ফেইট’-এর সঙ্গে ড্রামস বাজিয়ে যাচ্ছেন। পাশাপাশি নিজের এক সময়কার ব্যান্ড ‘জয়েন্ট ফ্যামিলি’কে নিয়ে আবারও শ্রোতার সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ‘জয়েন্ট ফ্যামিলি’র জন্য নতুন একটি গানও বেঁধেছেন। সেটি ভিডিও আকারে প্রকাশ করবেন মাস দুয়েকের মধ্যে। এছাড়া পাওয়ার সার্জের নাহিয়ানের সঙ্গে ‘সেভিয়ের ডিমেনশা’ নামে একটা ডেথ মেটাল ব্যান্ডের সঙ্গেও বাজাচ্ছেন রাফা।

গানে-গিটারে এভাবেই অবিরাম মুগ্ধতা ছড়িয়ে যেতে চান রাফা। বলেন, ‘সবসময় একজন মিউজিয়িশানই হতে চেয়েছি আমি। বলতে পারেন মিউজিক খাই, মিউজিকে ঘুমাই। নিজের প্রিয় কাজটি করতে পারছি, সেটির জন্য শ্রোতার ভালোবাসা পাচ্ছি এরচেয়ে বড় প্রাপ্তি আমার জীবনে আর হতে পারে না!’

আরআইজে