কৃষকদের কাছে ক্ষমা চাইলেন কঙ্গনা
বলিউড তারকা কঙ্গনা রনওয়াত মানেই বিতর্ক। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর তার বেফাঁস মন্তব্য করা বেড়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা তোপে পড়তে হয়েছে কঙ্গনাকে। যদিও এদিকে তার খুব একটা ভ্রুক্ষেপ নেই।
কঙ্গনা শুধু যে তারকাদের নিয়েই বেফাঁস মন্তব্য করেছেন এমনটা নয়। ভারতের বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেও ফেঁসেছেন তিনি। সম্প্রতি কৃষকদের আন্দোলন নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন কঙ্গনা।
বিজ্ঞাপন
কৃষক আন্দোলনকারী মহিন্দ্র কউরকে নিয়ে টুইট করেন এই বলিউড তারকা। তিনি লেখেন, ‘তাকে ১০০ টাকায় পাওয়া যায়।' এই ঘটনা থেকে কঙ্গনার বিরুদ্ধে চড়াও হয়েছেন আন্দোলনাকারীরা। এই ঘটনায় কঙ্গনাকে আইনি নোটিশ পাঠান পাঞ্জাবের এক আইনজীবী।
এমন বিতর্কের জেড়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান কঙ্গনা। বিষয়টি নিয়ে আবারো টুইট করেন তিনি লেখেন, ‘আমি কৃষকদের পাশেই আছি। গতবছর আমি কৃষবিদদের নিয়ে প্রচার করেছি। এমনিক তাদের সহযোগীতাও করেছি। তাদের সমস্যা নিয়ে আমিও চিন্তিত এবং চাই সমাধান হোক। আমার মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।’
বিজ্ঞাপন
এমআরএম