‘জন্মভূমি মা’ নিয়ে আসছেন মার্সেল
শাহরিয়ার আলম মার্সেল এই সময়ের ব্যস্ত সুরকার-সংগীত পরিচালকের একজন। কণ্ঠের জন্যও সবার প্রশংসা কুড়িয়ে থাকেন তিনি। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে এবার নতুন দেশাত্মবোধক গান নিয়ে আসছেন লক্ষীপুরে জন্ম নেওয়া এই তরুণ।
গানটির শিরোনাম ‘জন্মভূমি মা’। আগামীকাল (১৭ মার্চ) এটি ভিডিও আকারে উন্মুক্ত করা হবে ইউটিউবে কাঙাল মিউজিকের চ্যানেলে।
বিজ্ঞাপন
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। এতে কণ্ঠ দিয়েছেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, বেলাল খান, নির্ঝর চৌধুরী, আতিয়া আনিসা, জি এম জন এবং মার্সেল নিজে। কথা লেখার পাশাপাশি গানটির সঙ্গে আবৃত্তি করেছেন মাহমুদ মুরাদ। ভিডিও নির্মাণ করেছেন তাহসান আহমেদ রাসেল।
বিজ্ঞাপন
মার্সেল বলেন, ‘দেশাত্মবোধক গানের কাজ করাটা আমি সব সময়ই উপভোগ করি। এবারের গানটিতেও শ্রোতারা দেশাত্মবোধ খুঁজে পাবেন। আশা করি সবার ভালো লাগবে।’
আরআইজে