গত ১৪ বছর ধরে প্রতি রজমান মাসে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন। এবারও আয়োজনটি করেছে তারা। যার নাম ‘পবিত্র কোরআনের আলো’।

সারা দেশ থেকে হাফেজগণকে বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৩ জন নির্বাচিত করা হবে। দেওয়া হবে পুরস্কার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রফেসর মো. মোখতার আহমাদ।

এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান। গত ১৩ বছর বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে। সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করি, এবারও দর্শকের ভালো লাগবে।’

রমজানের পুরো মাস জুড়ে প্রতিদিন বিকেল ৫টা ১৫মিনিটে (ইফতারের আগে) অনুষ্ঠানটি প্রচারিত হবে।

আরআইজে