অভিনয়ের চেয়ে এখন পরিচালনায় বেশি ব্যস্ত আফসানা মিমি। নিয়মিত নির্মাণ করছেন একক নাটক। এবার দুই পরিচয়ে একসঙ্গে পাওয়া যাবে নব্বই দশকের এই জনপ্রিয় টিভি তারকাকে। 

বাংলাদেশ টেলিভিশনের জন্য একটি দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করেছেন আফসানা মিমি। পাশাপাশি এতে অভিনয় করেছেন। এছাড়াও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, সানজিদা প্রীতি, শাহাদাৎ হোসেন, শামস সুমন, নাঈম, সুষমা সরকার, স্বাগতা, শর্মীমালা, রাজীব সালেহীন, মুবিদুর সুজাত, জয়িতা মহলানবীশসহ অনেকে।

‘সায়ংকাল’ নাটকের দৃশ্যে আফসানা মিমি, নাঈম ও সানজিদা প্রীতি

‘সায়ংকাল’ শিরোনামে নাটকটি নির্মাণ হয়েছে কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে। এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি। নাটকের দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, চারুকলা অনুষদ, মধুমিতা হল, বিউটি বোডিং, ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা ও বিটিভির স্টুডিওতে।

‘সায়ংকাল’ নাটকের দৃশ্যে আফসানা মিমি ও সানজিদা প্রীতি

একটি মধ্যবিত্ত পরিবারের উত্থান, পতন, সংগ্রাম, ভালোবাসার সমন্বয়ে জীবনের পূর্ণ রূপ তুলে ধরা হয়েছে ‘সাংয়কাল’-এ। নাটকটির প্রেক্ষাপট গত ৯০ দশকের। উপন্যাসের মূল চরিত্রদের ঠিক রেখে বদলে গেছে সময়কাল, যুক্ত হয়েছে নতুন কিছু চরিত্র। 

ধারাবাহিকটি প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘মূলত ৩০ থেকে ৩৫ বছর আগে এই উপন্যাস অবলম্বনে একটি নাটক বিটিভিতে প্রচার হয়েছিল। উপন্যাসটির সঙ্গে আবারও নতুন প্রজন্মের দর্শককে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই সেটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। একটি মধ্যবিত্ত পরিবারের বহু স্তর জীবনের পূর্ণরূপ তুলে ধরার চেষ্টা করেছি নাটকটির মাধ্যমে।’

‘সায়ংকাল’ নাটকের দৃশ্যে আফসানা মিমি ও শহীদুজ্জামান সেলিম

১৪ ফেব্রুয়ারি (রোববার) থেকে বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় এটি প্রচারিত হবে ‘সায়ংকাল’।

এমআরএম