প্রথমবারের মতো গান গাইলেন এ প্রজন্মের অভিনেত্রী সেতু হায়দার। দ্বৈত এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান। শিরোনাম ‘কত ভালোবাসা’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।

গানটি ভিডিও আকারে ঈদে প্রকাশ পেতে যাচ্ছে জি-সিরিজের ব্যানারে। সেতু অভিনেত্রী হিসেবে এরমধ্যে ‘বেস্ট ফ্রেন্ড’, ‘ফেসবুকে প্রেম’, ‘আই অ্যাম প্রেগন্যান্ট’সহ কয়েকটি নাটকে কাজ করেছেন। পাশাপাশি আইপিডিসি ও নরসহ কয়েকটি বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে দেখা গেছে তাকে। প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দা, কিংবা ওয়েবে কাজ করার।

গান গাওয়া প্রসঙ্গে সেতু হায়দার বলেন, ‘অভিনয়ে খুব ভালো কিছু হলেই সামনে কেবল কাজ করব। সেই প্রস্তুতি নিচ্ছি। ভালো কাজের অপেক্ষায় আছি। আর গান আমার ভালো লাগার জায়গা। অনেকেই আমাকে গান করার জন্য বলেছিলেন। তবে শুরুটা ভালো কাজ দিয়ে করতে চেয়েছিলাম। সেটাই এবার হলো।’

এদিকে প্রত্যয় খান বলেন, ‘অন্যের সুরে খুব কম গান গেয়েছি আমি। সেদিক থেকে এ গানটির কথা-সুর খুব ভালো লেগেছিল। আমার সঙ্গে সেতু দারুণ গেয়েছে গানটি।’

আরআইজে