আরিফ-প্রমির ঈদের গান ‘তুমি কাঁদো কেন’
এনটিভি আয়োজিত ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন গায়িকা তামান্না প্রমি। এরইমধ্যে ভালো কিছু গান প্রকাশ করেছেন তিনি। গত বছর প্রকাশিত বলিউডের গাওয়া পাপনের সঙ্গে তার গাওয়া ‘হৃদয়ে তোমার ঠিকানা’ বেশ প্রশংসা কুড়ায়।
আসছে ঈদকে সামনে রেখে নতুন গান নিয়ে আসছে প্রমি। দ্বৈত এ গানটির শিরোনাম ‘তুমি কাঁদো কেন’। গানটিতে প্রমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক আরিফ।
বিজ্ঞাপন
গানটির কথা লিখেছেন মো. তানভীর আলম রিমন, সুর করেছেন আরিফ। সংগীতায়োজনে যাকির আহমেদ এবং আরিফ। রেকর্ডিং হয়েছে আরিফের নিজস্ব স্টুডিওতে।
ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে মডেল হিসেবে আছেন দুই শিল্পী আরিফ ও প্রমি। ভিডিও পরিচালনায় তানভির আহমেদ রিমন।
বিজ্ঞাপন
ঈদ উপলক্ষে ইউটিউবে আরিফের চ্যানেল ‘সিঙ্গার আরিফ অফিসিয়াল’-এ গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।