ঈদে আত্মপ্রকাশ করছে ‘ক্ষ্যাপার দল’
দুই যুগের বেশি সময় ধরে গানের সঙ্গে আছেন সুমন কল্যাণ। সুরকার-সংগীত পরিচালক হিসেবে কাজটা বেশি করলেও তিনি একাধারে গায়কও। তার কণ্ঠে বেশিরভাগ ক্ষেত্রেই শোনা গেছে সমাজের নানা অসঙ্গতি আর বিষয়ভিত্তিক গান। বিভিন্ন সময় দেশের অনেক কিংবদন্তির সঙ্গেও বাজানোর অভিজ্ঞতা আছে তার। এবার তিনি গড়লেন নতুন ব্যান্ড-‘ক্ষ্যাপার দল’।
ঈদ উপলক্ষ্যে আজ শনিবার (৩০ এপ্রিল) উন্মুক্ত হবে ‘ক্ষ্যাপার দল’-এর প্রথম গান। যার শিরোনাম ‘আহারে শহর’। গানটির কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। সুর করেছেন সুমন কল্যাণ নিজেই।
বিজ্ঞাপন
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কি-বোর্ড সামলেছেন সুমন কল্যাণ। কণ্ঠ ও ড্রামসে আছেন মান্নান সোহেল। গিটার বাজিয়েছেন রাজীব ঘোষ। বেজ গিটারে আছেন দানেশ। গানটির মিক্স ও মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী। গানটি নিবেদনও করছে প্রোটিউন। প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে।
এই গানে যান্ত্রিক শহরের কিছু বাস্তবতাকে সামনে তুলে আনা হয়েছে বলে জানিয়েছেন সুমন কল্যাণ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করে এই গানটি প্রকাশ করছি। ‘ক্ষ্যাপার দল’ আমার অনেকদিনের লালিত একটি স্বপ্ন। দীর্ঘদিন সংগীতের অলি গলি ঘুরে বেড়ানো মানুষ আমি। বরাবরই জনপ্রিয়তার তোয়াক্কা না করে উল্টো পথেই চলেছি। চেষ্টা ছিল নিজের মতন কিছু করার। আর তাই করে যাব আজীবন। সবাইকে সাথে চাই।”
আরআইজে