ছোটবেলা থেকে গাড়ির শখ ছিল কেকে’র
আচমকা বিষাদ নেমে এসেছে ভারতীয় সংগীত ভুবনে। সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ তথা কেকে’র মৃত্যুতে গোটা ভারত তোলপাড়। কনসার্টে গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়া এবং মুহূর্তের মধ্যে তার মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। তার মৃত্যুর পর প্রিয় শিল্পীর পুরনো স্মৃতিগুলো খুঁজে বেড়াচ্ছেন ভক্তরা।
কেকের মৃত্যুর পর পুরনো একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। যেখানে কেকে তার শখের কথা জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
ওই সাক্ষাৎকারে কেকে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি তার একটা ভালবাসা ছিল। তাদের একটা মারুতি গাড়ি ছিল। কেকে বলেছিলেন, ‘প্রবল ইচ্ছা থাকলেও বাবা আমাকে কোনও দিন ওই গাড়ি চালাতে দেননি।’
কেকে আরও জানিয়েছিলেন, প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা জানালেও তাকে গাড়ি দেওয়া হয়নি। তাই সাবানের মধ্যে গাড়ির চাবির ছাপ নিয়ে নকল চাবি বানিয়ে নিয়েছিলেন।
বিজ্ঞাপন
পরে অবশ্য সময়ের পরিক্রমায় বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি হয়েছিল কেকের।
বেশ কয়েটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেকের সংগ্রহে ছিল জিপ চেরোকি, মার্সিডিজ বেঞ্জ এ ক্লাসের মতো গাড়ি। সম্প্রতি অডি আরএস৫ গাড়ি কেনেন তিনি।
কেকে তার গানের জন্য গোটা দেশে জনপ্রিয় হলেও তাঁর গাড়ির শখ সম্পর্কে খুব কম মানুষই জানতেন। কিন্তু এক সাক্ষাৎকারে তার এই শখ সম্পর্কে বলেছিলেন। কেকের সংগ্রহে জিপ, মার্সিডিজের মতো গাড়ি থাকলেও, তার সবচেয়ে প্রিয় ছিল অডি আরএস ৫।
চলতি বছরের জানুয়ারিতেই স্ম্যাশিং মেটালিক রেড পেন্ট অডি আরএস ৫ গাড়ি কিনেছিলেন কেকে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছিলেন তিনি। অডি আরএস ৫-এর এক্স দাম এক কোটি চার লক্ষ টাকা।
কেকের সংগ্রহে যে জিপ চেরোকি গাড়িটি ছিল তার দাম ৭৫ লক্ষ টাকা (এক্স শোরুম)। মার্সিডিজ বেঞ্জ এ ক্লাসিক গাড়ির দাম প্রায় ৪ কোটি টাকা। কিন্তু সংস্থাটি এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেয় ২০১৯ সালে।
মঙ্গলবার আচমকাই মৃত্যু হয়েছে কেকের। তার জনপ্রিয় ২০টি গান গেয়েছিলেন কলকাতার নজরুল মঞ্চে। একই স্থানে পরপর দু’দিন সংগীত পরিবেশন করেছিলেন কেকে। দ্বিতীয় দিন (৩১ মে) অডিটোরিয়ামে বিপুল দর্শক সমাগম হয়। ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ দর্শক প্রবেশ করেছিল। অন্যদিকে সেখানকার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল বন্ধ।
যার কারণে মাত্রাতিরিক্ত তাপ সহ্য করতে হয়েছিল কেকে’কে। তিনি স্পটলাইট বন্ধ করার কথাও বলেছিলেন। এছাড়া বারবার রুমাল দিয়ে ঘাম মুছছিলেন। এক পর্যায়ে আর টিকতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং কনসার্ট ত্যাগ করে হোটেলে চলে যান। সেখানে তার অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।
বুধবার (১ জুন) কলকাতায় কেকে’কে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এরপর গায়কের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইতে। সেখানেই তার শেষকৃত্য হবে।
সূত্র : আনন্দবাজার
আইএসএইচ