পূর্ণিমা

অভিনেত্রী পূর্ণিমা উপস্থাপিকা হিসেবেও বেশ জনপ্রিয়। বিভিন্ন সময় তাকে নানা অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে। সেসব অনুষ্ঠানে তিনি চমকও দেখিয়েছেন বারবার। এবার তারকা নির্ভর নতুন একটি অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এই নায়িকা। সেই অনুষ্ঠানটি আবার তার নিজের নামেই-‘পূর্ণিমার আলো’।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরান বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজক দেশ টিভি, পূর্ণিমা এবং স্পন্সর কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠানটি নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন পূর্ণিমা।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে কথা বলছেন তিনি 

তিনি বলেন, “আমার নামেই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘পূর্ণিমার আলো’। নামটা শুনেই খুশি হয়ে যাই। নতুন কিছু দেখানোর চ্যালেঞ্জ নিয়ে কাজটি করছি, যেন মানুষদের ভালো লাগে, দর্শকদের ভালো লাগে। আশা রাখি, দর্শকরা দেখে আনন্দ পাবেন।’

চুক্তি সাক্ষর করছেন 

জানা যায়, প্রাথমিকভাবে অনুষ্ঠানটির ৫২টি পর্ব নির্মাণ করা হবে। অভিনেতা ফেরদৌস অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে পূর্ণিমাকে উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেবেন। পরবর্তীতে দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা অতিথি হবেন পূর্ণিমার। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ফরিদা লিমা। ৬ মার্চ থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে দেশ টিভিতে।  

আরআইজে