সফট টাচ ব্যান্ডের গল্প
‘তোমার দুটি চোখ, আমার গল্প হোক, যাক না জীবন থেমে, ডাকবে নতুন নামে/পড়ে গেছি প্রেমে, যেনো ট্রাফিক জ্যামে, মনের উঠোনেতে বদলে গেছে মানে/ খুজে ফিরি উত্তর, তুমি নিরুত্তর/কেন যে এমন, মিস করি যে ভীষণ’-সফট টাচ ব্যান্ডের ‘গল্প’ গানের মুখ এটি। ভালোবাসা দিবস উপলক্ষে নিজেদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ করেছে তারা।
গানটির কথা লিখেছেন সমর বড়ুয়া। সুর করেছেন অশোক চৌধুরী। কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ ও তিশা দেওয়ান। ভিডিওর শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির বিভিন্ন মনোরম লোকেশনে।
বিজ্ঞাপন
সফট টাচ ব্যান্ডের সদস্যরা হলেন-তিশা দেওয়ান (কণ্ঠ), সুমন কল্যাণ (কণ্ঠ ও গিটার), অওনি (লিড গিটার), সমর বড়ুয়া (বেজ গিটার) এবং মান্নান হোসেল (ড্রামস)।
বিজ্ঞাপন
আরআইজে