‘অ্যাডস অব ব্র্যান্ডস’-এ ফাহাদের বিজ্ঞাপনচিত্র
মাছরাঙা টেলিভিশনের লোক গানের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র নতুন সিজনের প্রমো বানিয়েছেন তরুণ নির্মাতা ফাহাদ খান। কাজটির জন্য দেশ-বিদেশে দারুণ প্রশংসাও পাচ্ছেন তিনি।
শনিবার তার এই নিজেদের ওয়েব সাইটে আপলোড করেছে ‘অ্যাডস অব দ্য ওয়ার্ল্ড’। বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও নান্দনিক বিজ্ঞাপনচিত্রগুলো নিজেদের সাইটে প্রকাশ করে থাকেন তারা। তবে ফাহাদের বিজ্ঞাপনচিত্রটি একই দিনে জায়গা করে নেয় ‘অ্যাডস অব ব্র্যান্ডস’-এর ইউটিউব, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিংকডইন ও টেলিগ্রামে।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে ফাহাদ বলেন, “এই প্রথম বাংলাদেশের কোনো বিজ্ঞাপনচিত্র ‘অ্যাডস অব ব্র্যান্ডস’-এ জায়গা পেলো। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর বিজ্ঞাপনচিত্রও সেখানে চোখে পড়বে না। ইউরোপ, আমেরিকা, আফ্রিকার কাজগুলো বেশি দেখা যায় সেখানে। তার মধ্যে আমার বিজ্ঞাপনচিত্র দেখে খুব ভালো লাগছে।”
গত ১১ মে থেকে টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র এই প্রমো বিজ্ঞাপনচিত্র। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের স্থানের বাঙালি ও অবাঙালি যারা বাংলা লোকসংগীত গাইতে পারেন, তাদের প্রতিযোগিতায় নেওয়ার অনুপ্রেরণা জোগাতেই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে। এর গল্পও সাজানো হয়েছে সেভাবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ফাহাদ খান। ২০১৭ সালে ক্যারিয়ার শুরু করে এ পর্যন্ত প্রায় ৩০টি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি। মাঝে ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো ’শিরোনামে একটি নাটক নির্মাণ করেও প্রশংসা কুড়ান। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ছবিয়াল’-এর অন্যতম সদস্য ছিলেন ফাহাদ।
আরআইজে