রহস্যের আড়ালে পার্ণো মিত্রের বিশেষ মানুষ
পর্নো মিত্র
ভালোবাসা দিবসে কলকাতা ছাড়েন পার্ণো মিত্র। তার পরনে ছিল বেলুন টপ, চোখে সানগ্লাস ও পায়ে স্নিকার্স। কিন্তু এমন সাজে তিনি কোথায় পাড়ি দিচ্ছেন সেই রহস্যের খবর জানা যায়নি তখন।
সম্প্রতি পার্ণো মিত্রের আরও ছবি প্রকাশের পর পাওয়া গেল প্রশ্নের উত্তর। গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন তিনি। লাল পোশাকে সেই ছবি প্রকাশ করে লিখেছেন, ‘হাওয়ায় আমার চুল উড়ছে, আর আমার হৃদয়ে প্রেম।'
বিজ্ঞাপন
এমন ক্যাপশনে সবার ধারণা বিশেষ কারও সঙ্গে সমুদ্র পাড়ে ছুটি কাটাচ্ছেন কলকাতার এই জনপ্রিয় নায়িকা। যদিও তেমন কিছুই প্রকাশ্যে আসেনি। তবে জানা যায়, বোন তনিশার সঙ্গে গোয়ায় রয়েছেন পার্ণো।
প্রেম নিয়ে বরাবরই আড়ালে ছিলেন পার্ণো মিত্র। গণমাধ্যম বা সামাজিক মাধ্যম কোথাও তাকে এ নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় মুখে কুলুপ আটেন তিনি।
বিজ্ঞাপন
কলকাতার এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পার্ণো বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবনকে সামনে আনলে মানুষ সেটি নিয়েই বেশি মেতে থাকেন। তখন দেখা যাবে আমার কাজ নিয়ে কেউ কথা বলছেন না। কিন্তু আমি আজকের অবস্থানে তো কাজ দিয়েই এসেছি। তাই সেই জায়গাটা ঠিক রাখতে চাই।’
উল্লেখ্য, পার্ণো মিত্রকে শেষবার দেখা গেছে অরিন্দম শীলের ‘বালিঘর’ সিনেমায়। এরপর আর নতুন সিনেমার খবরে নেই তিনি।
এমআরএম