ওস্তাদ আলাউদ্দিন খান স্মরণে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা
আজ সোমবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার নুভেল ভ্যাগ অডিটোরিয়ামে সংগীত আচার্য্য ওস্তাদ আলাউদ্দিন খান স্মরণে উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। আলাউদ্দিন খানের শততম জন্মবার্ষিকী ও ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে বছরব্যাপী দুই বাংলায় উদযাপন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে থাকছে সংগীত, ওস্তাদ আলাউদ্দিন খানের ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণচিত্র ও যন্ত্রসংগীত। এতে বাঁশি বাজাবেন মুর্তজা কবির মুরাদ (বাংলাদেশ), সরোদ ওস্তাদ আলাউদ্দিন খানের প্রপৌত্র, ওস্তাদ আলী আকবর খানের নাতি সিরাজ আলী খান (পশ্চিম বঙ্গ ), সেতার ও সরোদ যুগলবন্দী করবেন ওস্তাদ আয়েত আলী খানের প্রপৌত্রী, ওস্তাদ শাহাদাত হোসেন খানের কন্যা আফসানা খান ও রুখসানা (বাংলাদেশ)। তবলায় সংগত করবেন মৈনাক বিশ্বাস (পশ্চিমবঙ্গ) ও জাকির হোসেন (বাংলাদেশ )। তানপুরাতে ফারিয়া ইসলাম মেঘলা (বাংলাদেশ)।
বিজ্ঞাপন
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের সমন্বিত এই শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে প্রয়াত একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সরোদবাদক উস্তাদ শাহাদাত হোসেন খানকে। এই ক্ষণজন্মা সঙ্গীতজ্ঞ করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৮ নভেম্বর অকালে প্রয়াত হন।
মিউজিক অ্যালায়ঁস ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের (মঁ ফাউন্ডেশন) উদ্যোগে এ আয়োজনে সহযোগিতায় আছে আলিয়ঁস ফ্রঁসেজ।
বিজ্ঞাপন
আরআইজে