দেশের সুপরিচিত গীতিকবিদের একজন নীহার আহমেদ। ২০০৬ সালে মিক্সড অ্যালবাম ‘গদ্যপদ্য’র টাইটেলসহ চারটি গান লেখার মাধ্যমে সংগীতাঙ্গনে গীতিকার হিসেবে তার পথচলা শুরু। এস আই টুটুলের গাওয়া ‘গদ্যপদ্য’ গানটি তখন শ্রোতামহলে বেশ প্রশংসিতও হয়।

তার আগে ২০০৩ সালে গীতিকার হিসেবে নীহার আত্মপ্রকাশ করেন বিটিভির ঈদের একটি বিশেষ সংগীতানুষ্ঠানে গান লেখার মাধ্যমে। যেখানে নীহারের কথায় প্রথম গানটিতে কণ্ঠ দেন উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লা। একই অনুষ্ঠানে আরেক কিংবদন্তি সাবিনা ইয়াসমীনের জন্যও গানের কথা দেন তিনি।

অডিওর পাশাপাশি নাটক, সিনেমা, বেতার, টেলিভিশনের জন্য নিয়মিতই গান লিখে যাচ্ছেন নীহার। এবার বিটিভির আসছে ঈদ আনন্দমেলার জন্য একসঙ্গে দুটি গান লেখার কীর্তি গড়েছেন এই গীতিকার।

গান দুটির একটি হলো ঈদুল আযহা উপলক্ষে নির্মিতব্য আনন্দ মেলায় টাইটেল। যাতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও ক্ষুদে গানরাজ খ্যাত ঈশিকা। অন্যটির শিরোনাম ‘ঈদের মহিমা’। এটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত- রাজীব, সাব্বির জামান, নিশীতা বড়ুয়া ও লিজা। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন বেলাল খান। সংগীতায়োজনে শোভন রায়।

বিটিভির ঈদ আনন্দমেলায় একসঙ্গে দুটি গান লিখতে পেরে বেশ উচ্ছ্বসিত নীহার আহমেদ। বলেন, “আমার দুরন্ত কৈশোরে ঈদ এলেই বিটিভির একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান দেখার জন্য উন্মুখ হয়ে থাকতাম। যেটির নাম-'আনন্দ মেলা'। বছরে দুটি ঈদের প্রেস্টিজিয়াজ অনুষ্ঠান হিসেবে কয়েক দশক ধরে নানান আঙ্গিকে অনুষ্ঠানটি নির্মিত হয়ে আসছে। সেই অনুষ্ঠানে একসঙ্গে দুটি গান লিখতে পেরে আমি খুব আনন্দিত। আশা করি গানগুলো শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

উল্লেখ্য, নীহার আহমেদের লেখা গানে আরও কণ্ঠ দিয়েছেন মোঃ রফিকুল আলম, অ্যান্ড্রু কিশোর, আশরাফ উদাস, সামিনা চৌধুরী, আসিফ আকবর, এস ডি রুবেল, মনির খান, রিজিয়া পারভীন, আলম আরা মিনু, কনা, মিনার, ইমরান’সহ দেশের জনপ্রিয় শিল্পীদের অনেকেই।

আরআইজে