সংগীতে স্বপ্নের আবাদ করছেন ফরহাদ
এই সময়ের তরুণ সুরকার-সংগীত পরিচালকদের একজন রফিকুল ইসলাম ফরহাদ। ২০১৭ সালের নভেম্বরে শাওন গানওয়ালার গাওয়া ‘বলবো তারে’ দিয়ে সুরকার-সংগীত পরিচালক হিসেবে তার অভিষেক। এরপর গত পাঁচ বছরে ৫০টির বেশি গানের সুর-সংগীতায়োজন করেছেন তিনি। আবহসংগীত করেছেন ৯০টি নাটকের। লিখেছেন বেশ কিছু গানের কথাও।
ফরহাদের করা কয়েকটি গানের মধ্যে উল্লেখযোগ্য-কাজী শুভর গাওয়া ‘বুকের পাজর’, টুম্পা খানের ‘অষ্ট প্রহর’, হাসিবুল আলম সম্রাটের ‘গল্পটা’, নোলক বাবুর ‘পোষা ময়না’, কামরুজ্জামান রাব্বির ‘আমায় তুমি ভাইবা দেখো’ প্রভৃতি।
বিজ্ঞাপন
এবারের ঈদে ৫টি নাটকের জন্য গান বানিয়েছেন ফরহাদ। এরমধ্যে রয়েছে রাফাত মজুমদার রিংকুর আলোচিত নাটক ‘রিক্সা গার্ল’-এর গান ‘মরা একটা মন’। যাতে কণ্ঠ দিয়েছেন অন্তরা রহমান। একই নির্মাতার ‘একদিন’ নাটকের গান ‘ভালোবাসি’। গেয়েছেন হাসিবুল আলম সম্রাট।
বি ইউ শুভর ‘আমার কী বিয়ে হবে না’ নাটকের গান ‘রূপকথার বই’। গেয়েছেন ইশফাক জাহান জিশান। রয়েছে এই নির্মাতার ‘আই হেট বাড়িওয়ালা’ নাটকের গান। যাতে কণ্ঠ দিয়েছেন আনিকা তাসনিম আভা। এছাড়া আবু হায়াৎ মাহমুদের শিশুতোষ নাটক ‘এলাটিং বেলাটিং’ এর শিরোনাম গানটি করেছেন ফরহাদ। যেটি গেয়েছে শিশুশিল্পী তাহারাত, প্রিয়তা ও হৃদ্য।
বিজ্ঞাপন
এ ছাড়া এবারের ঈদে ২৫টি নাটকের আবহসংগীত করেছেন ফরহাদ। ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ৯০টি নাটকের আবহসংগীত করেছেন বলেও জানিয়েছেন এই তরুণ সংগীত পরিচালক। ২০২০ সাল থেকে নিজের স্টুডিও ‘সিঙ্গেলমল্ট’-এ নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
ফরহাদ বলেন, ‘গান করার স্বপ্ন নিয়ে ২০১৫ সালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। আমার এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার ভাই। তিনিই আমাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন। পথ দেখিয়েছেন। মাঝে আমি একটি এফএমেও চাকরি করেছি। তবে বর্তমানে আবহ সংগীত এবং গান করেই সময় কাটছে। আমার স্বপ্ন এই পথে অনেক দূর যাওয়া।’
আরআইজে