আলম আরা মিনুর সঙ্গে মৌসুমী

সংগীতশিল্পী আলম আরা মিনু ছোটবেলা থেকেই গানের সুর করেন। নিজ অ্যালবামেরও অনেক গানের সুরকার তিনি। তবে নিজ নামে কখনো আত্মপ্রকাশ করেননি। সুরকার হিসেবে মিনু ব্যবহার করতেন ছদ্মনাম-অনামিকা।

গায়িকা এবার সুরকার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নিজ নামেই। আসছে নারী দিবসকে সামনে রেখে নারীদের নিয়ে একটি গানের সুর করেছেন তিনি। আর এই গানে একঝাঁক শিল্পীর সঙ্গে কণ্ঠ দেবেন দেশের নন্দিত চিত্রনায়িকা মৌসুমী। যিনি মাঝে মধ্যে গানও করে থাকেন। বিষয়টি জানিয়েছেন আলম আরা মিনু।  

আরিফা পারভিন জামান মৌসুমী 

গানটিতে এরইমধ্যে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, আঁখি আলমগীর, কনা, ন্যান্সি, কোনাল, নিশিতা বড়ুয়া প্রমুখ। এছাড়া মমতাজও গানটিতে কণ্ঠ দিতে পারেন বলে জানিয়েছেন আলম আর মিনু। কথা লিখেছেন অধরা জাহান।

আলম আরা মিনু ‘ঢাকা পোস্ট’কে বলেন, ‘আমার স্বামী সেলিম আশরাফ মারা যাওয়ার আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ফলে আমি এতদিন গানবাজনা থেকে দূরে ছিলাম। এখন আবার ফিরছি। ভালো লাগছে এই যাত্রার শুরুতে নারীদের নিয়ে গানটি করতে পেরেছি। গানটির মধ্যে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’

আলম আরা মিনু

তিনি আরও জানান, আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে আরটিভি প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘আলোকিত নারী’। সেই অনুষ্ঠানে ভিডিওসহ দেখানো হবে গানটি। তার আগে ৪ মার্চ তেজগাঁওয়ে অবস্থিত আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে গানটির ভিডিওচিত্র ধারণ করা হবে।

আরআইজে