ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে ৩৬ সিনেমা
শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের সপ্তম আসর। এবার জন্য নির্বাচিত হয়েছে বিভিন্ন দেশের ৩৬টি সিনেমা। ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া উৎসব চলবে ২৭ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত।
চলচ্চিত্র উৎসবের এবার তিনটি বিভাগে সিনেমা জমা নেয়া হয়েছিল। স্ক্রিনিং বিভাগে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। যে কেউ এতে অংশ নিতে পেরেছেন। সিনেমার দৈর্ঘ্য নির্ধারিত ছিল না।
বিজ্ঞাপন
প্রতিযোগিতা বিভাগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সিনেমা জমা দিয়েছেন। এই বিভাগ থেকে সেরা সিনেমা পাবে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘ওয়ান মিনিট’ বিভাগের জন্য সিনেমা জমা দিয়েছে এবং এই বিভাগের সেরা সিনেমা পাবে ‘ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’।
প্রতিযোগিতা বিভাগের জন্য সিনেমার দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ মিনিট ও ওয়ান মিনিট বিভাগের জন্য ১ মিনিট দৈর্ঘ্যের টাইটেল ও ক্রেডিট লাইন মিলিয়ে হতে হয়েছে। প্রতিটি সিনেমার সঙ্গে ইংরেজি সাব-টাইটেল যুক্ত থাকা বাধ্যতামূলক ছিল।
বিজ্ঞাপন
উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে দুটি মাস্টারক্লাস। প্রথমটি যুক্তরাজ্যের লেখক ও প্রশিক্ষক ড. স্টিফেন কুইনের ‘স্মার্টফোন দ্বারা সৃজনশীলতা প্রকাশ’। এটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টায়।
দ্বিতীয়টি পাকিস্তানের মোবাইল চলচ্চিত্র নির্মাতা ও প্রশিক্ষক আয়াজ খানের ‘মোবাইল মিডিয়া প্রোডাকশনের যুগে স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের ক্ষমতায়ন করা’। যা ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় অনলাইন প্ল্যাটফর্ম জুম’এ অনুষ্ঠিত হবে।
এ উৎসবে ৩০টি দেশ থেকে মোট ১৭৮টি সিনেমা জমা পড়েছিল। এরমধ্যে ৩৬টি নির্বাচিত সিনেমার নামসহ ডিরেক্টরের নাম ও স্ক্রিনিং সময় ব্রিফ দিয়েছেন ফেস্টিভ্যাল কো-অরডিনেটর জেরিন তাসনিম তাহসিন।
ইউল্যাবের অন্যতম শিক্ষানবিশ প্রোগ্রাম ‘সিনেমাস্কোপ’-এর শিক্ষার্থীদের অধীনেই আয়োজিত হচ্ছে ডিআইএমএফএফ। সপ্তম ডিআইএমএফএফ-২০২১ স্পন্সর ও পার্টনারদের পেয়ে আনন্দিত। বড় উৎসবকে কেন্দ্র করে সমাপনী অনুষ্ঠানে দ্বিতীয়বারের জন্য ভেন্যু পার্টনার থাকছে ‘স্টার সিনেপ্লেক্স’।
এমআরএম