নয় থেকে নব্বই, সব বয়সী দর্শকদের কাছে প্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’। এই নামে নির্মিত হয়েছে সিনেমাও। যেটি পরিচালনা করেছেন টিম স্টোরি। ওয়ার্নার ব্রাদার্স পিকচারের ব্যানারে সিনেমাটি মুক্তি পেয়েছে ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার)।

পুরো বিশ্বের সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’ বড় পর্দায় উপভোগ করত পারবেন বাংলাদেশের দর্শকরাও। একইদিনে স্টার সিনেপ্লেক্স মুক্তি দিয়েছে সিনেমাটি।

‘টম অ্যান্ড জেরি’ সিনেমার দৃশ্য

১৯৪০ সালে টম ও জেরি চরিত্র দুটোকে সৃষ্টি করেছিলেন উইলিয়াম হানা ও জোসেফ বারবেরা। এরপর তাদের নিয়ে তৈরি হয়েছে ১৬৪টি অ্যানিমেটেড শর্ট স্টোরি ও টিভি সিরিজ। কার্টুনের বই থেকে ছোট পর্দা মাতিয়ে এবার ‘টম অ্যান্ড জেরি’ এল বড় পর্দায়।

কমেডি ধাঁচের এই সিনেমায় মূল ভূমিকায় রয়েছেন মার্কিন অভিনয়শিল্পী চোলে গ্রেস মোর্টজ ও মাইকেল পেনা। এখানে তাদের নাম কাইলা আর টেরেন্স। সিনেমায় দেখা যাবে বিড়াল টম আর ইঁদুর জেরিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। 

‘টম অ্যান্ড জেরি’ সিনেমার দৃশ্য

টম ও জেরি আশ্রয় নেয় এক বিলাসবহুল হোটেলে। সেখানে বেশ আয়েশেই দিন কাটছে। মোর্টজ সেই হোটেলের কর্মচারী। তার ওপর আদেশ এসেছে, টম আর জেরিকে হোটেল থেকে বের করে দিতে হবে। যদি সে না পারে, তবে চাকরি হারাবে। এভাবেই এগিয়ে চলে সিনেমার গল্প।

‘টম অ্যান্ড জেরি’র কাহিনি লিখেছেন কেভিন কসতেলো। এটি জোসেফ বারবারা ও উইলিয়াম হান্নার ক্ল্যাসিক কার্টুন টম অ্যান্ড জেরিকে ভিত্তি করে রচিত। বিড়াল ও ইঁদুরের সেই পুরোনো শত্রুতা এখানেও দেখা যাবে। 

উল্লেখ্য, ‘টম অ্যান্ড জেরি’র পাশাপাশি এদিন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘দ্য রেকনিং’। অ্যাডভেঞ্চার হরর ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন নেইল মার্শাল।

এমআরএম