নজরুল স্মরণে ‘তুমি আছো চিরদিন’
আগামী ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে এদিন সকাল ৭টায় একুশে টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি আছো চিরদিন’।
অনুষ্ঠানটি সাজানো হয়েছে জাতীয় কবির গান ও কবিতা দিয়ে। এতে জাতীয় কবির কবিতা আবৃত্তি করবেন কবি ও আবৃত্তিকার শিমুল মুস্তাফা এবং গান পরিবেশনায় থাকবেন মুহিত খান ও মৃদুলা সমাদ্দর।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন।
তিনি বলেন, ‘প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় কবিকে স্মরণ করতেই আমাদের এই বিশেষ আয়োজন। শিল্পীরা চেষ্টা করেছেন কবির কিছু গান কবিতার মাধ্যমে তাকে তুলে ধরতে। আশাকরি দর্শকের ভালো লাগবে।’
বিজ্ঞাপন
আরআইজে