নজরুল স্মরণে ফাতেমা-তুজ-জোহরা
আজ ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে বাংলাভিশনে বিকেল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘সাম্যের গান গাই’।
এতে অতিথি হিসেবে থাকবেন নন্দিত নজরুলসংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। সঞ্চালনায় শিমুল মুস্তাফা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সঞ্চালকের সঙ্গে আলাপচারিতায় এই গায়িকা কথা বলবেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা; কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে। আরও আলোচনা করবেন নজরুলকে নিয়ে গবেষণাসহ নানা জানা-অজানা প্রসঙ্গে।
অনুষ্ঠানে নজরুলের গানও পরিবেশন করবেন ফাতেমা-তুজ-জোহরা। সঙ্গে থাকছে শিমুল মুস্তাফা’র কবিতা আবৃত্তি। এটি প্রযোজনা রয়েছেন রফিকুল ইসলাম ফারুকী।
বিজ্ঞাপন
আরআইজে